Tuesday, January 21, 2014

ফিরে এসো মা

ফিরে এসো মা
মা, ফিরে এসো তুমি
ফিরে এসো, আমার বেলা অবেলায়
ফিরে এসো মা
তুমিহীনা, আমি কত অসহায়
এখন আমি বায়না ধরিনা-
আগের মতো,
দেখে তো যাও-
তুমিহীনা, বড় হয়েছি কতো!
ফিরে এসো মা
অকারণ তোমায় আর জ্বালাবো না,
খাবার নিয়ে আর বসে থাকতে হবে না
ফিরে এসো মা
আমার আকাশে সুর্যোদয় দেখবে বলে,
কখোনো ঘুমাওনি তুমি!
আমার স্বপ্নাদেশে সিড়ি গড়তে গড়তে,
ক্লান্ত হয়েছ তুমি
আজ আমার অমাবশ্যায়
কেনো আর কাঁদোনা?
ফিরে এসো মা
কত যে দুশ্চিন্তা ছিল তোমার,
ফিরতে দেরি হলে
কেমন করে আছ মাগো
-এখন একা ফেলে?
কথা দিলাম মাগো
আমার কষ্টপথে তোমায় হাঁটতে দেবোনা,
তোমার পরিপাটি আঁচল
অশ্রুজলে্ আর ভিজাবো না
তবু ফিরে এসো,
ফিরে এসো মা

1 comment:

  1. অশ্রুজলে্ আর ভিজাবো না।
    তবু ফিরে এসো,
    ফিরে এসো মা।

    ReplyDelete