তারার ক্ষোভ
মিছিলে
বেরিয়েছে তারারা,
আধারের
আজ চাই সমাপ্তি।
কালিময়তা
নিশ্চিহ্নতায় থাকবে,
আমার
ভালবাসার ব্যাপ্তি।
বিদ্রোহের
সাথী, সমর্থক চাঁদ।
যার ভাবনা,
তারই পূর্ণ কায়ানাথ।
আধারতো
অটল হিমালয় সম।
“আমি
ছাড়া তারার মূল্যই কী”?
গান ধরেছে
ঝিঁ ঝিঁ পোকা,
ভেঙ্গেছে
কঠিন নিরবতা।
ঝিঁ ঝিঁ
বেধেছে জোট আধারের সাথে,
প্রাণের
সুরের গান শুনবে কে আমার-
আধার
যদি দেয় ফাঁকি।
ইন্দ্র
ষোড়শী চাঁদ
অহমিকার
আচঁল ওড়ায়!
“যতটুকু
করব, নিজ ক্ষমতায়”।
সেতো
নিখাদ ভুল,
চাঁদ
তো করেছে চুরি সূর্য্য-হৃদয়।
তৃপ্ত
সূর্য্য শুধায়-
কীই বা
বদলায় নীতি
তোমাদের
চাওয়ায়?
বিশ্ব
চলবে নিজ চলমানতায়।
আধার
তবু তারার হাসিতে-
ধন্য
হতে চায়।
অভিমানী
তারা জীবন বিসর্জনে,
বিদ্রোহের
সূচনা করতে চায়।
অজস্র
জন্ম ধরে যে গগন-
বুকে
দিয়েছে ঠাই!
ক্ষোভে
সে গগনেরে
বিরহে
রেখে যায়।
সূর্য্য
মসনদে, আধার-
সমাপ্তি
আবেদন জানায়।
সূর্য্য
বলে ‘ক্লান্ত আমি’,
বাচঁবো
কার ভালবাসায়?
নাইট
কুইন আধারেরে প্রেমস্বরে শুধায়,
“আমি
কী ফুটিতে পারি হারিয়ে তোমায়”?
তারার
আবেগ কী আর ফুরায়?
আবেগের
তাড়নায় কখনও বা-
না বলে
নিঃস্বার্থে ঝড়ে যায়!
No comments:
Post a Comment