Thursday, January 16, 2014

নীল মরিচিকা



নীল মরিচিকা

কষ্টের ছন্দ পতনে
বিচলিত মন।
হারালো কী কষ্ট
প্রিয় আপন?
সুখেরে যদি দেখি
ছড়াতে স্নিগ্ধ আলো!
ভাবি মরিচিকা দৃষ্টি লুকালে
জীবন আধার কালো।
কত যে সময় কত যে যুগ
কষ্টের সাথে আছি মিশে,
অনাবিল পূর্ণতা
কষ্টকে ভালবেসে।
অযাচিত তুমি কষ্টকে
সন্তর্পণে সরিয়ে নিতে চাও,
সন্দেহাতুর দৃষ্টি!
মোর আপন অস্তিত্ব
কী ধ্বংস করিতে চাও?
নিষ্টুর উল্লাসে কষ্টেরা
কলিজায় নাচানাচি করে,
কষ্টের কারারক্ষী
স্বপ্নের নীল প্রচ্ছদ গড়ে।
কষ্ট পাজরে তোমার হাড়,
তবু ভাঙ্গিতে পারিনা বুক।
কোন হাড়টি খোদা
আমায় জুড়িয়ে দিয়েছে,
নাকি তোমার ভাবনার সুখ।
আমার আমি কষ্টতেই পূর্ণ,
তোমাতে শুধুই ক্ষয়।
কষ্টতে চিরচেনা আমিত্বের জয়।
সম্মোহিত প্রেমী!
এই আপন কষ্ট যদি চাও,
কবিতার সুনীল চাদঁর
আলিঙ্গন করে নাও।


No comments:

Post a Comment