Tuesday, January 21, 2014

তুমিই আমার শব্দ

তুমিই আমার শব্দ
প্রেম নন্দনে তুমিই গুলফাম,
তুমিই ভাস্কর
নিঃশেষ আমাতেও-
তুমি অবিনশ্বর
কল্পতরু কুঞ্জে,
শশীর হাত ধরে-
তোমারে সাধিছি
নিশিথে নিভৃতে চকোরির সাথে
একেলা জাগিছি
বিঘোর খাবে, মায়া দর্পনে
প্রতিবিম্ব আমার তুমি,
মিশেছ পরাণ টানে
আপন অরন্যে, উদয়াস্তে,
মিশেছ শুভ্র আবরণে
চাঁদ কী তারা, তুমিই মহাবিশ্ব,
তুমিই অসমাপ্ত র্নিঝর
তুমি হৃদস্পন্দনে ভাল লাগা অজর
তুমিই উদয়, তুমিই অস্ত,
তোমারি গোধুলীতে-
রং কুড়াতে ব্যস্ত
তোমারি উল্কায় আমি প্রজ্জ্বলিত ছায়া,
তুমিই শুকতারা,
তুমিই ব্ল্যাক হোলের পরম মায়া
তুমিই আমার শব্দ, তুমিই উপমা,
তুমিই আমার কাব্য, আমার অনুপ্রেরনা
তোমাতে আমাতে শুধু জটিল অঙ্ক
জীবনের কবিতা লিখা হলোনা

No comments:

Post a Comment