Tuesday, January 21, 2014

ভেজা চোখের স্বপ্ন



ভেজা চোখের স্বপ্ন
নির্ঘুম প্রহর-
নিস্তব্ধ রজনী!
ম্লান চন্দ্র-
ক্লান্ত জোছনা!
ঠিকানা হারিয়ে
স্বর্গ্ দূত!
পৌছেনি সুখচিঠি!
মখমলি বসনে
আমরণ অপেক্ষা!
বিমুগ্ধ দর্পন-
রোমঞ্চিত স্মৃতি!
দুচোখের বৃষ্টিতে,
ভিজেছে কপোল!
অবিরাম বর্ষণ,
এক টুকরো রোদ!
এক চিলতে হাসি!
প্রভাতি আনন্দ-
পারিজাত বনে!
বিরহের শান্তি-
অজানা অভিসার,
অর্পূব স্পন্দন!
বেঁচে থাকা-
স্বপ্ন আঁকা-
সজ্জিত চতুরঙ্গের প্রতীক্ষা-
স্বপ্ন উদ্যানে।।

No comments:

Post a Comment