Tuesday, January 21, 2014

এসো প্রিয়

এসো প্রিয়
গগন বাগিচায়-
তারার মিতালী,
নদীতটে-
চঞ্চল স্রোতের গীতালি
এমনি লগন মোর
নাহি ফুরাতে চায়,
হৃদয় ছুটে যায় তোমাতে,
আকুল চঞ্চলতায়
তুমি হীনা জোছনা
অমানিশায় লুকায়,
অভিমানী চন্দ্রিমা-
তোমার চুলে পরশ বুলাতে চায়
এখনি উত্তম লগ্ন,
যা কিছু আছে মনে,
র্নিদ্বিধায় কয়ে যাও,
চেয়ে দেখো এই আঁখি পানে
স্বপন মোর-
রাত্রিশেষের আকাশ,
আর তুমি আকাশে হারানো মেঘ
আমি তোমায় পেয়েছি-
গগন নীলিমায়
উগ্র চঞ্চল স্রোতের-
ব্যক্ত ভাষায়
মিনতি আমার প্রিয়ের তরে,
স্বশরীর তুমি এসে দাড়াও,
মোর ভালোবাসার তরে
লগ্ন যে অকারণ বয়ে যায়
স্বপ্ন বুঝি মোর-
নিশিতেই হারিয়ে যায়

No comments:

Post a Comment