Sunday, January 19, 2014

মমতার চাদর



মমতার চাদর
মমতার চাদরে
জড়িয়ে নিতে শীত এলো,
ঝরা পাতার নুপুরে
হু হু পবন হাঁটছে এলোমেলো।
মুক্তো পড়ে আঙ্গুঁলে তৃণ,
কাঁচা রোদের সখ্যতায়।
প্রসূত শিশির তৃণের,
কুয়াশার ভালবাসায়।
আমলকীর ডালে ডালে
অবাধ কিশোর উচ্ছাস!
ফলভারে নতজানু বরই গাছটা
মাফ চায় কিশোর বসবাস!
গাঙচিলেরা উড়ে যায়
আকাশ ছোয়া স্বপ্নের মায়ায়,
মুখর দুপুর পুকুর পাড়ে
কাঁদা ছোঁড়াছুড়ির নির্মল মমতায়।
ধোঁয়া উঠা ভাপা পিঠার
অমৃত ঘ্রাণে প্রাণ পাগল রয়,
মায়ের হাতের মমতার
মধু নিয়ে পিঠা মিঠা হয়।
কুয়াশার আড়াল থেকে ব্যাঙমী,
মায়ের হাতে যাদু দিয়ে যায়।
তাই চিতুই ফুলে ফেঁপে
মিষ্ট ঘ্রাণ ছড়ায়।
ব্যাঙমা দেয় খেজুর গাছে-
খুশবু-চিনি গুলিয়ে।
তাই রসের ঘ্রাণে আর মিঠায়,
পিঠা দেয় মন মাতিয়ে।
অমৃত স্বাদ মাগো
তোমার হাতের ছোঁয়ায়,
তোমার শিল্প মাগো
নকশী পিঠার কাটায় ছড়ায়।
হাত দুটি দাওনা মাগো
চুমিবো আজীবন ভালবাসায়।
শীত, আমারে নিয়ে যেও,
সেই স্বপ্ন মায়ার দেশে।
এতো মমতা যে ছড়াও,
কোথা থেকে নিয়ে এসে!

No comments:

Post a Comment