স্বপ্নেরা পুড়ে যায়
অন্ধকারে নিমজ্জিত হচ্ছি,
তবু বাচাঁর নোনতা স্বাদ বেচেঁ আছে!
আর মাত্র কিছুক্ষণ!
এ লৌহ বন্ধন থেকে মুক্তি!
মায়ের মুখ!
পরিচিত এলবাম ভিজা চোখের পর্দায়!
আপনজন! স্পষ্ট চেহারা!
আজ আরো আপন হয়ে গেছে!
একান্ত আপন,
দেড় বছরের যত্নে লালিত
স্বপ্নকে মনে পড়ে!
পাচঁশত বছর অপেক্ষায়
বাচাঁর, ফেরেশতা এল!
বাচাঁর স্বাদ মাথাচাড়া দিয়ে উঠে!
ঝাপসা চোখে দেখছি আপন পৃথিবীকে!
স্বপ্ন কেন ঝাপসা?
ফিরে যাব পাচঁশত বছর
অপেক্ষার,কারাগার থেকে!
কিনতু স্বপ্নেরা কী পুড়ে যায়?
একি? বাচাঁর স্বাদ অকষ্মাৎ তেতো!
সমাপ্ত সময়!
মুক্তি নিলাম লৌহ বন্ধন ছিড়ে!!
(রানা প্লাজা ভবনের ধ্বংস স্তুপ থেকে বাঁচার স্বপ্ন যে
দেখেছিল সেই শাহিনাকে নিয়ে আমারি ছোট্ট লিখা।সকল মৃত ভাই-বোনদের আত্মার মাগফিরাত কামনা
করছি।)
No comments:
Post a Comment