রক্ত
চায়
রক্ত চায় রক্ত!
সভ্য মুখোশে-
খুন পিয়াসীদের পদাচারণা!
সভ্য ইতিহাস মুখ থুবড়ে,
প্রেতের নৃত্যে ক্ষমতা সাধনা।
শুধু রক্তের নেশা!
উদর পুর্তির আশা!
রক্ত চায়,
টকটকে লাল তাজা রক্ত!
সর্বহারা মায়ের কলিজার টুকরোর-
কলিজার রক্ত চায়!
আশাবাদী পিতার আশার ভাষার-
বজ্র কন্ঠের রক্ত চায়!
রক্ত স্নান ছাড়া ইন্দ্র শুদ্ধি হবেনা!
প্রেতের ক্রোধ নেশার সমাপ্তি হবেনা।
ষোলকোটি কলিজায় পা রেখে-
মাকসদে যেতে চায়!
টকটকে লাল তাজা রক্ত চায়!
সবুজ সবুজ দিগন্তে-
থানা থানা রক্ত চায়!
নীল আকাশের গায়ে-
ছোপ ছোপ রক্ত চায়!
অসহায় বোনের প্রিয় ভাইটির-
বুকের রক্ত চায়!
প্রেয়সির স্বপ্নের মানুষের-
মাথার খুলি চায়!
নিযুত নিয়ুত রক্ত চৌবাচ্চায়-
শুদ্ধি স্নান করতে চায়!
প্রতি বর্গ কিলোমিটারে-
আটশ গ্যালন রক্ত চায়!
প্রেত নৃত্যে-
রক্ত, খুলি, কলিজার ফিচার চায়!
বাংলার রক্তাক্ত ঘিলুতে ফরমালিন দিয়ে-
জীবনের কথা বলতে চায়।
No comments:
Post a Comment