সমাজ তোমার
পৃথিবী যেখানে স্বার্থপর,
কোন ফুলের ভালোবাসায় তাকে ভূলাবে ?
সমাজ যেখানে নগ্ন,
কোন চিবরে তাকে ঢেকে দেবে ?
তুমি কী দেখেছ নগ্ন শিশুটির ক্রন্দন ?
দেখেছ কী কঙ্কালসার দেহটির অস্তিত্ব ?
তুমি যখন ওয়াইন
আর মুরগি নিয়ে ব্যস্ত,
সে তখন-
এক মুঠো অন্ন খুঁজে খুঁজে ক্লান্ত।
যখন তোমার-
হিংস্র আঁখিতে নগ্নতার নেশা,
শিশুর আকুল দৃষ্টিতে
এক টুকরো বস্ত্রের আশা।
কলম থেকে রক্ত ঝরছে
ঝরছে শিশুর অশ্রু ফোটা,
বিধাতা কী শুনতে পায়
শুধু দামি পোশাকের কথা ?
যত আছে নীতি শিক্ষা
ভেঙ্গে করো খান খান।
আগে শিখো অনাহারীকে
করতে অন্ন দান।
দোষ চাপিয়ে কৃতিত্ব-
আর কতো নিবে লুটে ?
নিজেরে শুধরিয়ে দেখো-
চরম তৃপ্তি এই বিশ্বপটে।
মনুষত্বের ভাষণ নয় আর,
কেড়ে নিয়ে নিপিড়িতের আহার।
গুনে দেখো ক’বেলা খাওনি খাবার,
নেমেছ শুধু পালটাতে-সমাজের আকার।
তোমার সমাজ, তোমার দেশ,
ভালোবেসে দেখো একবার,
ভালোবাসার অসীম ক্ষমতায়,
ঘুচবে হৃদয়-ভার।
কোন ফুলের ভালোবাসায় তাকে ভূলাবে ?
সমাজ যেখানে নগ্ন,
কোন চিবরে তাকে ঢেকে দেবে ?
তুমি কী দেখেছ নগ্ন শিশুটির ক্রন্দন ?
দেখেছ কী কঙ্কালসার দেহটির অস্তিত্ব ?
তুমি যখন ওয়াইন
আর মুরগি নিয়ে ব্যস্ত,
সে তখন-
এক মুঠো অন্ন খুঁজে খুঁজে ক্লান্ত।
যখন তোমার-
হিংস্র আঁখিতে নগ্নতার নেশা,
শিশুর আকুল দৃষ্টিতে
এক টুকরো বস্ত্রের আশা।
কলম থেকে রক্ত ঝরছে
ঝরছে শিশুর অশ্রু ফোটা,
বিধাতা কী শুনতে পায়
শুধু দামি পোশাকের কথা ?
যত আছে নীতি শিক্ষা
ভেঙ্গে করো খান খান।
আগে শিখো অনাহারীকে
করতে অন্ন দান।
দোষ চাপিয়ে কৃতিত্ব-
আর কতো নিবে লুটে ?
নিজেরে শুধরিয়ে দেখো-
চরম তৃপ্তি এই বিশ্বপটে।
মনুষত্বের ভাষণ নয় আর,
কেড়ে নিয়ে নিপিড়িতের আহার।
গুনে দেখো ক’বেলা খাওনি খাবার,
নেমেছ শুধু পালটাতে-সমাজের আকার।
তোমার সমাজ, তোমার দেশ,
ভালোবেসে দেখো একবার,
ভালোবাসার অসীম ক্ষমতায়,
ঘুচবে হৃদয়-ভার।
No comments:
Post a Comment