স্বাড়ম্বরী
প্রকৃতি
ধানের
শীষের সবুজ আশায়,
হারিয়ে
যায় মন।
মিষ্টি
সৌরভে ফলের ভালোবাসায়,
জ্যৈষ্ঠ
করে নিমন্ত্রণ।
র্নিমল
শুভ্র মেঘেরা লুকোচুরি খেলে,
পাখিরা
হাড়াতে চা্য়, মেঘেদের মেলে।
অপরূপা
অপ্সরী শ্রাবনে, নীলে বদন ঢাকে।
সাদা টিপ কপালে মেঘ যায় এঁকে।
অসীম আকাশে নীল বিরহে-
শুভ্র
প্রেমের ছটা,
তারই মায়াতে নিঃসঙ্গ নদী নীল,
ঋতু পেরিয়ে যায়-
বিরহ না ফুরায়।
নীলিমায়
ছেয়ে রয় গগন,
রং এর খেলায়, মন হয় আনমন।
গাঢ় সবুজ কিশলয়ে,
পবন দোলা দিয়ে যায়।
সরিষার
সজিব হলুদও
সাথে নেচে যায়।
শরৎ আসে-
কাশ ফুলের শুভ্রতা নিয়ে।
মন ভরিয়ে দেয় হেমন্ত,
নবান্নের
ঘ্রাণ দিয়ে।
শীত কয়ে যায়-
ঝড়া পাতার প্রিয় গান।
বসন্তে
কিশলয়, নবীন সাজে
জুড়িয়ে
দেয় প্রাণ।
এখানে
শুধু প্রেম মিতালি, নিরবধী।
এখানে
অমর প্রেমে,
চিরনবীনা
প্রকৃতি বন্দী।
ভালো লেগেছে
ReplyDeleteThank You Al Mamun
ReplyDelete