Tuesday, April 21, 2015

শূণ্যতার ক্যানসার



শূণ্যতার ক্যানসার
////////////////////////
প্রোট্রেটের প্রতিধ্বনিতে
ক্যানসার শূণ্যতার,
দেয়ালঘড়িটা তাই নৈশব্দের আঁধারে
জুড়ে দেয় প্রেতের চিৎকার
পাথর চাপা অঙ্কুরির
শ্বাসরোধের কষ্টে
অনিকেত আঁখির জ্বলোচ্ছাস,
শূণ্যতার কলঙ্ক লেপ্টে
স্মৃতির মিউজিয়ামে আক্ষপী দীর্ঘশ্বাস
ছেড়ে আসি
ইটের ভাঁজে ভাঁজে নষ্ট কষ্ট!
একাকীত্বের একান্ত যুদ্ধে
লাইটপোষ্টের নীচে
আত্মহনন হত্যাষজ্ঞ!
ক্লান্ত দৃষ্টি ঝলসে দিয়ে
পাশ কেটে যায়
সিটি সার্ভিসের আদিম উল্লাস!
আজ হিমশীতল লাশকাটা ঘরে,
বিবর্ণ ভাবনার লাশ -
কালরজনী পার করে
ভালবাসা ' চারধ্বনি চাপা পড়ে
লাল নীল চাহিদার ধ্বংসস্তুপের নীচে,
হলুদ গেড়ুুয়া ছিড়ে বাউলা
নুড়ির গায়ের রক্তচিহ্ন মুছে
করোটির ধু ধু প্রান্তরের
ঘৃণার দাবানলে প্রীতি।
বিশ্বাসের নীল সরোবরে
মিছে জলের রেখা টেনে
ডুবে যায় পানসে প্রতিশ্রুতি
তুমি এসে থমকে দাঁড়াও
আর্তনাদের সায়রে।
জোয়ারের গর্জনে -
আর্তনাদ সরে যায় চোরাবালি চরে

4 comments: