Tuesday, April 21, 2015

আপন হয়ে এসো



আপন হয়ে এসো
(জেবুন্নেসা সিমী)
যখনি খোঁচা দাড়িতে হলুদ চাঁদর
জড়িয়ে সামনে এসে দাঁড়াও,
আমি জীবনানন্দ -স্বপনে ইতি টানি
আবেগে জড়াতে চাই,
পলকে থমকে যাই,
পারিনা বাঁধতে প্রেমাডোরে
মহাপুরুষের হৃদয়খানি
অতি স্বাভাবিক হয়ে এসো
হাত ধরে চলবো।
রবীন্দ্র পোশাক ছেড়ে এসো
জীবনের কবিতা বলবো
কবি কবি বেশবাস ছেড়ে এসো,
টি -শার্টের খোলা বুকে
সিঁদুরের রং ছড়াবো।
সাধারণের দৃষ্টি নিয়ে এসো,
পরিপাটি আশার আজীবন দলিলে
স্বাক্ষর দিয়ে দেবো
একটি নাকফুল এনো কিন্তু,
আমার সংস্কার।
মনটি কোথাও ছেড়ে এসোনা,
আমার অধিকার।
গাড়ি -বাড়ি, বেনারসিতে
মন লাগেনা আমার,
শুধু শব্দ হতে চাই
প্রেমি কথার
সকাল বেলা মিষ্টি কথার
সুড়সুড়িতে ঘুম ভাঙ্গিয়ে দেবো।
বিরক্তিতে চোখ খুললে
চায়ের ট্রে থেকে গোলাপ তুলে দেবো
মিষ্টি করে চুমু দিয়ে
কপালে তোমার,
শেখাবো গল্প ভালবাসায়
ভালো থাকার
ক্লান্ত -শ্রান্ত হয়ে
ঘরে যখন ফিরবে,
এক কাপ ভালবাসার লিকার
হাতে ধরিয়ে দেবো।
গোধুলীর সাথে বসে,
হলুদ -লাল আভায়
গোলাপী মন ভেজাবো
চাঁদনী রাতে লনে বসে দুজন
দূর পাহাড়ের কথা বলবো।
কখনো -সখনো না হয়
নীলাচলের দেশে যাবো
অতি সাধারণ হয়ে এসো,
হৃদয়ের মখমলি মসনদ দেবো।
অতি আপন হয়ে এসো,
স্নিগ্ধ প্রেমের ভালবাসা দেবো

No comments:

Post a Comment