Tuesday, April 21, 2015

শাপলা বেলায়



শাপলা বেলায়
(জেবুন্নেসা সিমী)
চলনা বন্ধু শাপলা তোলায়
যাবে কি বন্ধু মধ্যদুপুরে
পেছনের পঁচা পুকুরটায়?
শাপলা সব আমি নেবো,
কথা দিলাম তোমায়।
ছেড়ে আসবোনা আর
মায়ের সাড়ায়
যাবে কি কমলদের
পেয়ারা গাছটায়?
তুমি নাহয় গাছে চড়োনা।
শব্দে যদি গার্ডের
ঘুম ভেঙ্গে যায়?
আমি চুপি চুপি
সব পেয়ারা ছিড়ে
শিস দেবো তোমায়।
যদিবা দাড়োয়ান
সেদিনের মত এসে
দাঁড়ায় পেছনটায়।
ব্যাঙ -লাফ লাফাতে লাফাতে
পালাবো, নিয়ে তোমায়
শুনেছি এমরানদের
আম -গুটিগুলো বেশ বড় হয়েছে।
যাবে কি?
চল!
সবকটা আমায় পেড়ে দিও।
আমি সরষের তেলে ভর্তা করে
খাওয়াব তোমায়
আপন বলল,
নয়নদের বরই গাছটায়
এখনও বরই অনেক।
চলনা,
নুন দিয়ে গাছতলায়
সাবাড় করব খানেক
যাবে কি?
সেবুলদের তেঁতুল গাছটায়!
অত উঁচায় আমি চড়তে পারবনা।
তাই তো এতো করে বলি তোমায়!
জাম পাতার বাঁশিটা
বানিয়ে দেব তোমায়।
চলনা বন্ধু শাপলা তোলায়

No comments:

Post a Comment