Tuesday, April 21, 2015

সারাটিক্ষণ



সারাটিক্ষণ
(জেবুন্নেসা সিমী)
এমনি করে তোমায় আমি
সারাটিক্ষণ জ্বালাবো।
যখন খুশি হাসাবো।
যখন খুশি রাগাবো
তোমার চোখে চোখ রেখে
চাঁদের মায়া বলবো।
ইচ্ছে হলে হাতটি ধরে
দিগন্ততে হারাবো
পাগলী বলে ডাকলে পরে
পানি ছুঁড়ে মারবো।
রাগ রাগ অভিনয়ে
উল্টো করে নাচাবো
সকাল সন্ধ্যে দুষ্টুমিতে
প্রাণ মাতিয়ে রাখবো।
মিষ্টি কথার সুড়সুড়িতে
সারাবেলা রাঙ্গাবো
স্বপ্ন - স্বপ্ন বেলায়
একটা খুশির বাড়ি বানাবো।
যত্ন করে কাছে নিলে
শ্রদ্ধা -ফুলে পুঁজিবো

No comments:

Post a Comment