টোকাই
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
(জেবুন্নেসা সিমী)
অভুক্ত শরীরের
অহংবোধী হাড়গুলো
কালো চামড়াকে বিদ্রুপ করে
অস্তিত্ব প্রমাণে ব্যস্ত।
ভুখা পেটের তাগিদে
আট বছরের অভিজ্ঞ হাত
খুঁজে নিচ্ছে ফেলে দেয়া শহুরে সুখ।
বিলবোর্ডের মনিটর
আবর্জনা -রেজিস্টারের সম্মুখে
নির্লজ্জের মতো মুখ উঁচিয়ে বলছে
শিশুদের জন্য হাঁ বলুন।
হাঁ শিশুদের জন্য।
টোকাইয়ের জন্য নয়।
দুর্গন্ধময় বসনে
কোন সমাজ দেয়
শিশু -সুন্দর নাম?
নোংরা ;
যে হাত ধরা যায়না।
অথচ বিবেক ঘুমিয়ে থাকে
নোংরামির বোডিংএ।
দুর্গন্ধ ;
যারে কোলে তোলা যায় না।
অথচ দুর্গন্ধ হিংসা -বিদ্বেষের
স্বার্থান্ধ বগলে।
পঁচা ;
আভিজাত্যের সাহিত্যে
যাকে লেখা যায় না।
অথচ শিল্পের নোংরামি
শরীর -বিশ্লেষণে।
তবু ভাঙ্গারি হাঁ বলে
টোকাই নামের নষ্ট কাহিনীতে।
হাজার টাকার স্বার্থে -
দশ টাকায় কিনে নেয়
এক বেলার ভালবাসা।
সমাজ অপারগ হয়ে
ক্ষত আঙ্গুলে স্প্রে করে
এন্টিবায়োটিক।
অথচ সাবধানে পর্দা টানে
ক্যানসারের পঁচনে।
রাতের মখমলি বারের
নষ্ট আনন্দগুলো
আবার ছন্দময় হয়ে উঠে
ক্যানের সুখ নিয়ে।
কারণ সকালের
আভিজাত্য -উচ্ছিষ্ট
ভালবাসা লিখবে
টোকাই কাহিনীতে।
No comments:
Post a Comment