Tuesday, April 21, 2015

এলো রে বৈশাখ



এলো রে বৈশাখ

(জেবুন্নেসা সিমী)
বসন্তের পালকি চড়ে
বৈশাখ এলো
উৎসবী আমন্ত্রণে,
ঢোলের তালে,
নাচের তালে
বৈশাখ এলো
বাঙ্গালী মাতমে
নাগর দোলায়, গ্রাম্য মেলায়
বৈশাখ এলো রঙ্গের দেশে,
হাসবে নবীন
হাসবে প্রবীণ
বাংলা আকাশ ভালবেসে।
বৈশাখ এলো জারুল পারুল
শ্যামল ছায়ায়,
বিঝু ফুলের শাখায় শাখায়
বৈশাখ এলো
সুরভি মায়ায়।
বৈশাখ এলো
দস্যিমেয়ের দুরন্তপনায়,
দস্যিমেয়ে হেসে হেসে
মেতে রবে ধ্বংস খেলায়
বৈশাখ এলো
সংস্কৃতি নিয়ে
পানতা -ইলিশ উৎসবে মিলে,
জানিয়ে দিতে
প্রথম ভালবাসা
বাংলা মায়ের কোলে

No comments:

Post a Comment