Tuesday, April 21, 2015

আমি বাঙ্গালী



আমি বাঙ্গালী
(জেবুন্নেসা সিমী)
আমি দুর্বার!
আমি আঘাতের মুখে
শাণিত হাজার বার।
আমি প্রতিবাদী!
আমি বিশ্বজয়ী শব্দে
সমরজিৎ সম্মানে
উন্নিত আরবার।
আমি আটচল্লিশ!
আমি বায়ান্ন, ভাষার সংজ্ঞায়!
আমি বুকের রক্ত দিতে পারি,
চাহিদার বর্ণমালায়।
আমি ঊনসত্তর!
আমি গণতন্ত্রের উত্তর!
আমি একাত্তরের রক্তগঙ্গা!
আমি পিশাচে মান দিতে নারি।
আমি মানের প্রশ্নে
জীবন দিয়ে হারি।
আমি বিজয়ী পতাকা!
ষোল কোটি প্রাণের উচ্ছাস।
আমি নির্ভিক!
আমি উদ্দাম!
শেখড়ের হৃদধ্বনিতে
আমার মুখরিত চারপাশ।
চিনে নিও!
বুঝে নিও!
আমি চিরদিন বাঙ্গালী।
সময়ের সিঁড়িতে
আজও বিজয়ী
দীপাবলি

No comments:

Post a Comment