Tuesday, April 21, 2015

অবাঞ্ছিত পার্থক্য



অবাঞ্ছিত পার্থক্য
(জেবুন্নেসা সিমী)
যদি বলি অভাবে স্বভাব নষ্ট,
করতালি পড়বে প্রতি শব্দে।
যদি বলি মেয়েটির চরিত্রে সন্দিহান,
ষড় -রিপু উতলে উঠবে চাহনিতে।
কিশোরীর শুদ্ধ অষ্টপ্রহরের আত্মবিশ্বাস
মুছে দেবে নিমেষে লাল চোখ
উচ্চবিত্তের বিকলাঙ্গ স্বভাবে অভ্যস্ত আয়না,
খুঁজে বেড়ায় " কিন্তু " ; বস্তির কিশোরীর সতিত্বে।
যেখানে সাদা আলো প্রতিবিম্ব ফেলেনা কিশোরীত্বে
শেরাটনের বেয়ারার হাসি যে ফুটাই খুচরায়,
সে হাতে দু 'টাকা আটকে যায়
এক মুঠো অন্নের ক্ষুধায়
মা ' হয়তো অসুস্থ,
অথবা রাক্ষুসে ক্ষিধে দেখিয়েছে মিথ্যের মহত্ব!
পার্থক্য কী? সাহায্য প্রার্থনা!
এতো নয় কোটি টাকার প্রাসাদ বাহানা
তবু নিকৃষ্ট চুরি!
পুকুর চুরির চোখে জঘন্য অপরাধ।
ক্ষিধের জ্বালায় বিদ্রুপ হাসে চুরি অপবাদ

No comments:

Post a Comment