Tuesday, April 21, 2015

ভালবাসি ভালবাসি



ভালবাসি ভালবাসি
(জেবুন্নেসা সিমী)
আমার সারাদিনমান ভাললাগা
তোমায় দিতে ভালবাসি।
আমার রাতজাগা ডায়েরী,
নির্ঘুম কলম বলে ভালবাসি
ভালবাসি তোমার হাতে তুলে দিতে
ঘুমন্ত রোদ্দুর।
ভালবাসি তোমার স্বপ্নে থাকতে বিভোর
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
নিঃস্ব হবার নেশায় তাই
ফিরে ফিরে কাছে আসি
শুধু তুুমি থেকে সমস্ত
তোমায় ভালবাসি।
প্রেমবলয়ের বিন্দু থেকে
সকল চাহিদার ব্যস সমেত
তোমায় ভালবাসি
ভালবাসি তোমার অনুশাসন
ভালবাসি সাঁঝের খুনসুঁটি
আদি থেকে অন্ত
শূণ্য থেকে সীমান্ত
ভালবাসি, ভালবাসি
মৌলিকতায় তোমায় ভালবাসি।
ভাল -মন্দের, গোলাপি -নীলের
সমগ্র তোমায় ভালবাসি

No comments:

Post a Comment