হারানো ছেলেমানুষী
কতদিন তোমার গান শুনা হয়নি,
কতদিন মোবাইলের ওপাশ থেকে
আবেগ জড়িত কণ্ঠে -
কবিতায় মন ভরেনি।
মিছে কতো পাগলামী ;
অকারণ ছেলেমানুষী,
কতো যে রাত জাগা ;
অকারণ আনন্দ হাসি।
এখনো নিয়ন বাতিগুলো
রং ছড়ায় কার্নিশে,
এখনো খুনশুটি বাতাসের
এলোচুল ভালবেসে।
কথায় - কথায় রাতেরা বিদ্রোহ করে
প্রভাতের বুকে মুখ গুঁজত,
তবু ব্যাঙ্গমার কথা না ফুরাত।
ব্যাঙ্গমী হিয়া ঝর্ণার কথায়
ছলকে ছলকে চলত।
কতদিন শুনা হয়না টুংটাং
তোমার গীটারে,
কবিতারা মুখ থুবড়ে পরেছে
জীবনের আঁধারে।
তবু স্মৃতি হাতড়ে -
প্রাণের ছোঁয়ায় আজও হাসি,
সম্মোহিতের মতো
আঁধার বলে রাতের কানে -
তোমাতেই শুধু
নিঃস্ব হতে ভালবাসি।
mon chuye gese kobi
ReplyDeleteচমৎকার লিখেছেন দিদি
ReplyDelete