নীলাভ সর্ম্পক
আঁধারের প্রেমে অন্ধ হয়ে
নিস্তব্ধতায় বাঁধি ঘর,
নিয়ন আলো অহমিকায় গড়ে
আত্মার দর্পনে শূন্যতার
কবর।
ভাবনার মেঘগুলোর তবু
শুভ্রতার প্রতিশ্রুতিতে
আকাশময় বিচরন,
স্বার্থের কাঁচির ষড়যন্ত্রে
ছিন্ন ভিন্ন বিশ্বাসের
বন্ধন।
এক পৃথিবী ভালবাসার বিনিময়
কাঁদি,
এক সাগর কষ্ট সলিলে
গড়ে আত্ম সমাধি।
ভালবাসার কফিন টেনে টেনে
ক্লান্ত পদে চৌরাস্তার
বাঁকে।
গগনচুম্বী সন্দেহ,
সর্ম্পকের কবর আঁকে।
সন্দেহের বিষে বিশ্বাসের
সরোবর
অদ্ভুত নীলাভ!
অজানা আর্কষণে সাঁতার কেটে
চলেছি
বিষাক্ত নীলাভ সর্ম্পকে!
ধীরে ধীরে অবশ হয়ে
যাচ্ছে প্রাণশক্তি,
অপেক্ষা শুধু শ্বাসের নীল
সমাপ্তি।
No comments:
Post a Comment