Friday, December 12, 2014

অলকানন্দা কুসুমে আকাশ স্বপ্ন

অলকানন্দা কুসুমে আকাশ স্বপ্ন
★★★★★★★★★★★

আকাশের চোখে স্বপ্ন আঁকতে
রংদানি ঢেলে উজার।

বেলাশেষে নীলের প্রতিবিম্বে সাজানো
শুধু শূণ্যতার একরাশ হাহাকার।


অলকানন্দার অলীক স্বপ্নে বিভোর 
হাসি দীপান্বিতার মাতমে,
ভালবাসার পাণ্ডলিপি পুড়ছে
দীপে গজে উঠা সন্দেহের
লাল নীল শিখার আর্তনাদে।

রংধনু রঙ্গে সাজবে বলে - বিশ্বাসের বৃষ্টিতে
ধুয়েছে আপন রং যে মুসাফির,
সূর্যাস্ত তারে আত্ম অহমিকায়
আঁধার দেখাতে অস্থির।

শব্দের আর্তিতে মেখেছিলেম প্রজাপতি রং
প্রথম অপরাজিতার বুকে, 
ঝরে গেছে সে শব্দের ইতি করে
কষ্টের জ্বালাময়ী শোকে।

আকাশের বুকে পৃথিবী গড়তে
বলি দিয়েছি আত্মসম্মানের দেবী।
মুসাফিরের ঝোলায় তাই আর
হৃদয় -মন নাই,
আছে মহাবিশ্ব -লুঠেরা
এক আকাশের নীল ছবি।

No comments:

Post a Comment