Friday, December 12, 2014

ভালবাসি তোরে

ভালবাসি তোরে

মাগো তোর ফুলের হাসি, পাখির গানে
নিত্য বাঁচার সুধা নিবো প্রাণে।

একতারাটি মা তোর, রাখিস সযতনে।
বাঁচার কথা শিখিয়ে দিস
মাগো বাউলা মনে।

চাঁদের কথা -তারার কথা
বলিস নিশীথে আমার সনে।
মুছব যত কষ্টের ঘাম,
ধানের মিষ্টি ঘ্রাণে।

নদীর কলতানে -রাখালিয়া সুরে,
সরষের হলুদ ভালবাসায়
এই মনে থাকিস জুড়ে।

ক্লান্ত আমায় মাগো,
তোর মমতার পরশ বুলিয়ে দিস।
রিক্ত আমায়, তোর স্নেহেতে -
সিক্ত করে নিস।

স্রোতস্বিনীর গানে মাগো
জুড়িয়ে দিস প্রাণ,
প্রভাত বাণী নিয়ে মাগো
ভুলব সাঁঝের টান।

মাগো কুসন্তান আর রাখিসনা
তোর বুক জুড়ে,
তোরে অক্ষত রাখতে, এমন ভাতৃত্ব
ফেলে দিব ছুড়ে।

সোনালী সূর্য্যে তুই প্রতি সকাল
হৃদয় দিয়ে হাসবি।
জয়ী ঝাণ্ডা আমাদের হাতে দিয়ে
উন্নতিতে ভাসবি।

মাগো বলনা ওদের ;
কালো ধোঁয়া বন্ধ করে দিতে।
এতো নির্মমতায় পারবি না তুই
সুস্থ শ্বাস নিতে।

মাগো তোর আঁচলে
কলঙ্ক আর লিখতে মোরা দিবনা।
সবুজে শ্যামলে বাঁচবি মাগো
ভুলে সকল যন্ত্রণা।

মাগো ভালবাসি তোরে,
ভালবাসি অনেক বেশি।
তোর ধ্বনিতেই বলতে জানি,
তোর হাসিতেই হাসি।

No comments:

Post a Comment