কলমের মৃত্যু
#################
#################
নীলকণ্ঠির ডানা ঝাপটানো
নিঃশ্বাসে গগনময় বিষাক্ত নীল,
রাত্রির চাঁদর গায়ে দিন চলে
কষ্টের অলিগলি বেয়ে।
নিঃশ্বাসে গগনময় বিষাক্ত নীল,
রাত্রির চাঁদর গায়ে দিন চলে
কষ্টের অলিগলি বেয়ে।
সময়ের বাজারে
চড়া দামে সুখের প্যাকেট,
খালি হাতে যাযাবর নতুন গন্তব্যে।
পানসে কষ্টগুলো
নেশা ধরায়না আফিমের মতো।
কলিজা পঁচা দুর্গন্ধে
অক্সিজেন পৌঁছেনা ফুসফুসে।
নীলের কবরে
কালো শোকে বাগানময় নির্জনতা।
মরচে ধরা কলম পরে থাকে
চোখের বৃষ্টিতে ঝাপসা ডায়রীর উপর।
কষ্টের হৈ হুল্লোড়ে
কলমের তাল নেই বুলেটের মতো।
অসময়ী বার্ধক্য
গ্রাস করে কালির গতি।
মুখোশী মায়ায়
মাকড়শা জড়িয়ে নেয় কলমের দেহ।
কাকের কৌতুহলে
বিধ্বস্ত ডায়রীর মায়া ছেড়ে যায় কলম।
কাকের ঠোঁটে
মরিয়া হয়ে উঠে মরচে খোলস।
শহরের আবর্জনাস্তুপ
বুকে টেনে নেয় কালের ধ্বংসাবশেষ।
চড়া দামে সুখের প্যাকেট,
খালি হাতে যাযাবর নতুন গন্তব্যে।
পানসে কষ্টগুলো
নেশা ধরায়না আফিমের মতো।
কলিজা পঁচা দুর্গন্ধে
অক্সিজেন পৌঁছেনা ফুসফুসে।
নীলের কবরে
কালো শোকে বাগানময় নির্জনতা।
মরচে ধরা কলম পরে থাকে
চোখের বৃষ্টিতে ঝাপসা ডায়রীর উপর।
কষ্টের হৈ হুল্লোড়ে
কলমের তাল নেই বুলেটের মতো।
অসময়ী বার্ধক্য
গ্রাস করে কালির গতি।
মুখোশী মায়ায়
মাকড়শা জড়িয়ে নেয় কলমের দেহ।
কাকের কৌতুহলে
বিধ্বস্ত ডায়রীর মায়া ছেড়ে যায় কলম।
কাকের ঠোঁটে
মরিয়া হয়ে উঠে মরচে খোলস।
শহরের আবর্জনাস্তুপ
বুকে টেনে নেয় কালের ধ্বংসাবশেষ।
No comments:
Post a Comment