শিমুল
শিমুল তোমার কোনো ভাষা নেই,
তবু পৃথিবী তোমায় চায়,
নিরব রক্তিমায় সকল প্রাণ করেছ জয়,
একান্ত কোনো কষ্ট কী নেই তোমার,
নেই কী তব ঝরে পড়ার হাহাকার?
নিষ্পাপ ভোরের আলোয় সেজেছ লালিমায়
কার বুক চিড়ে
তোমায় করেছ দান, রক্তের ভান্ডার?
পেয়েছ কী শুধুই হৃদহরণের অহংকার?
নিঃসঙ্গতা কখোনো
কী ছুয়ে যায়নি তোমায়?
নেই কী কোনো ভালবাসা
ঐ নিঃসঙ্গ বৃক্ষের তরে?
যে তোমায় জীবন দিয়েছে,
ঝরে যাও কিগো তারে একা করে?
তবু তোমার নেই কোনো পাপ!
কারণ সর্বাঙ্গে রয়েছে তোমার
সৌর্ন্দয্যের অভিশাপ।