Friday, September 22, 2017

শুভ্র বসনে মহাজ্ঞানী 
 জেবুন্নেসা সিমী

পৃথিবীর বুকে যেদিন পোড়া কষ্ট; 
প্রকৃতি হবে তৃষার্ত!

সেদিন পথের ধুলোরাও বিদ্রোহ করবে। 
ওজনহীন কেউ কেউ পবনের ব্যানারে
মিছিলের সামনে দাঁড়িয়ে অস্তিত্ব হারাবে। 

অতঃপর! 
শোকে কেঁদে উঠবে আকাশের বিশালতা।
মেঘেদের কাছে চাইবে অশ্রুভিক্ষা। 
মেঘেরা  আপ্লুত হয়ে 
আশ্রিতের দখল ছেড়ে যাবে
অশ্রুবারিতে। 

ধন্য হবে মেঘ! 
কখনও জানবেনা  মায়া কান্না
ছলনার আবৃত্তি। 

আবার আকাশ নিষ্পাপ।
পৃথিবীর যতো কলঙ্ক,
পৃথিবীতে পাঠিয়ে দিয়ে 
শুভ্র বসনে মহাজ্ঞানী। 

রাতেরা যদি ফিরে আসে
জড়িয়ে দেবে আঁধারের শামিয়ানা, 
মাঝে কিছু আলোর ফুল।

ধন্য হবে রাত!
কখনও জানবেনা এ ভালোবাসার 
বিশালতা কত!

No comments:

Post a Comment