- '
ডায়রির পাতার ভাঁজে -
এখনো প্রিয় গোলাপের পাপড়িরা
অক্ষত স্মৃতির সুরে গান লিখে।
মরা নদীর বিরহী রেখা
আজও সবুজ চরের চোখে পৃথিবী দেখে।
কুমুদির বুকে প্রতিক্ষিত শিশির স্বপ্ন!
নিকষ মেঘেরা আকাশের কানে বলে
পূর্ণিমার শ্রাবন লগ্ন!
প্রিয় সেই চোখে ভালবাসি ' শব্দের সূচনা!
আজও এঁকে যায়, প্রিয় শব্দ আলপনা!
গাঙশালিকের কথনে সেই রোদেলা আনমনা!
অশ্রুপানেও মেটেনা তৃষ্ণা
প্রিয় প্রতিক্ষার,
নতুন স্বপ্ন গড়ে -
ভাঙ্গা স্বপ্নোপারদেরা আমার!
স্মৃতির পাতার প্রিয় রামধনুক্ষণ
রক্তিম গোধুলী বেলা।
বৃষ্টি মোহিত প্রভা -
আকাশে ভাসায় রঙিন মেঘের ভেলা!
তোমার সেই নেশাময় চোখের তারায়
নির্মল আমিত্ব,
আর কৃষ্ণচূড়াদল মোহময়ী
ঝরার গল্পে শ্রাবণ তৃষ্ণার্ত!
ডায়েরীর কাল লিখাগুলি যেন পরশ পাথর!
ছুয়ে দিলে বেঁচে উঠি বার বার!
সুখ স্মৃতিরা বাঁধে স্বপ্নঘর!
ষড়যন্ত্র যেন স্বকীয়তা হারাবার!
ভালবেসেছিলে তাই ভালবেসে যাই,
দিবানিশি বিভোর, স্মৃতিগাঁথা রচনায়।
তোমারে দেখি স্বপনে শয়নে
তোমাতেই বাঁচি চলমান মৃত্যুতে!
তোমাতেই অতীত, বর্তমান,
তোমারেই পেতে চাই সকল জান্নাতে!
Good I fo appreciate. ... ho ahead girl
ReplyDelete