প্রিয়ক্ষণ
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আবেগী চন্দ্রিমার রোমাঞ্চিত রূপালী স্নানে,
মায়াবী পৃথিবীর লাবণ্য বর্ষণ -
স্বর্গপ্রেম সাধনে!
কৃষ্ণচূড়ার লালিমায় আজ
হোক না শুধু ভালবাসা!
মায়াবী জোছনা চায় -
স্নিগ্ধ ঘনিষ্ঠতায় কাছে আসা!
মূহুর্তেরা আবেগের জলপ্রপাতে
ভাসিয়ে নিয়ে যায়,
মহুয়া মাতাল রাত -
তোমার চোখের তারায়!
দু 'টি অবুঝ হৃদয় একাকার
প্রেম প্রার্থনায়!
ভুল কিছু তুমি কর, কিছু আমি!
উচ্ছলতায় হোক না আজ -
প্রেমে মাতলামি!
ছুয়ে দিলে যখন আমায়,
হৃদয়েও স্পর্শ দিয়ে যাও।
প্রেমাদ্র প্রলোভনে পুলকিত শিহরণে,
দ্বিধা যত মুছে দাও।
লাজের আবীরে আমি
পলাশ রাঙা লালিমায়,
মুগ্ধ নয়নে তুমি অপলক দৃষ্টিতে
রাঙা আভায়!
মন হোক না মাতাল
আজ প্রেম সুধায়!
স্বর্গ মর্তে তোমাতে গড়ি
অসীম চাওয়ায়!
রাতের আদরে মোহাবিষ্ট আকাশ,
তারার চাদরে সাজায় প্রেমাভিলাশ।
মেঘের কানে কানে বলে চাঁদ -
গোপন আকুলতা,
পবনে মিতালি পাতে মেঘ,
জানতে আকাশ অসীমতা!
মোহময় আকাশ -
সীমান্তে ছুটে মধুময় মিলনে,
তারারা বুক চিড়ে আলো জ্বালে
পথের পরে বিমুগ্ধ ছলনে।
পায়েল বলে, সময়চরণ -
অনন্তকাল বেঁধে রাখি,
বেলী চায় সুরভিত ক্ষণে -
সম্মোহনী কাব্য লিখুক আঁখি!
অবাধ্য নিঃশ্বাসেরা তোমার নিঃশ্বাসে,
অনুভবের গল্প বলে যায়,
বিশ্বাস আমায় প্রশ্ন করে -
কেনো বাহুডোরে বাঁধিনি তোমায়?
বাতাসের চুমুতে যখন -
যখন চঞ্চল আঁখি মন,
হৃদয় নদে ভাসালে প্রেম -নাও,
রচিতে ভালবাসার প্রিয়ক্ষণ!!
No comments:
Post a Comment