ওগো নারী জেগে ওঠো
ওগো নারী জেগে ওঠো
হয়েছে সকাল ভাঙ্গো তব নিদ্রা।
আজকে এসেছে সময় মুখ তুলে দাড়াবার
কিসের তবে ভয় আর কিসের ঐ কুসংস্কার!
নিজ গুণে আজ অর্জন করেছ সমতা,
তব জাগো নারী জয় করো সকল অজ্ঞতা।
তোমাকেই ভাঙ্গতে হবে সকল শৃংখল ডোর।
তোমাকেই আনিতে হবে আগামীর সুন্দর ভোর!
ভুলে যাও হিংসা, বিদ্বেষ রাগ আর অভিমান।
তোমাকেই জ্বালাতে হবে চির দ্বীপ অনির্বান।
ওগো নারী জেগে ওঠো
শতাব্দীর জয়ী ঝান্ডা হাতে তুলে ছোটো।
তুমিই যদি না জাগো,
তবে দেশটি তোমার হবে নিদ্রা বিভোর।
তোমাকে জাগতেই হবে,
সকল প্রগতি তো তোমার মনের জোর!
তোমায় জাগাতে,
ডেকে ডেকে ফিরে গেছে জ্ঞানী গুণীজন।
তুমি আজ জেগে ওঠো,
দখল করে নাও তাদের আসন।
রোকেয়া, ফয়জুন্নেছা, সুফিয়া আর লারা
ডেকে ডেকে তোমায়-
জীবন দিয়ে গেছে তারা।
আজ সময় এসেছে মুষ্টি বদ্ধ করো হাত, শপথ নাও!
নিদ্রা নয় আর,
নিজের ব্যক্তিত্বে লুফে নাও ব্যক্তিত্ব তাদের।
নারী জেগে ওঠো
পৃথিবী তোমায় চায়
নিজের
পতাকা উঁচু করে ছোটো।