বিবস্ত্র লজ্জা
//////////////////////////////
(জেবুন্নেসা সিমী)
টি এস সি মোড়ের বিবস্ত্র লজ্জা
সভ্যতার গলা চিপে
বের করে আনে শকুনের গায়ে
মানুষের খোলস।
লজ্জিত মনুষত্ব থরথর করে কাঁপতে থাকে
কলমের রক্তক্ষরণে।
মানবতার আর্তনাদে দুন্দুভি বাজায়
কাপুরুষের কাতার।
চিল -শকুন, বাজের আধিপত্যে
দামামার তাল মঞ্চস্থ।
আর কামান হাকিয়ে কাক মেরে যায়
ব্রান্ডের সংবাদ।
শহীদের সাদা কাফনে কালি লাগায়
অমানুষী কাল।
কালজয়ী আত্মারা বুক থাপড়ে
সোনার বাংলা আর্তনাদ করে।
কামুক পিশাচ ধর্ষিত মায়ের
বুক চিড়ে জয়ী তিলক পড়ে।
ষড়যন্ত্রের মানচিত্র ধ্বংস করে
সৃষ্টির শ্রেষ্ঠত্ব।