কষ্ট আঙ্গিনায়
প্রিয় স্মৃতি
কষ্ট আধিপত্যে-বিবর্ণ দিনমান
সূর্য্য,
নির্ঘুম রাতেরা-প্রেতোল্লাসে
নাচে একাকীত্বের ঘরে।
অবিনাশী স্মৃতি-অমরার স্বপ্নে
বিঘোর,
উপেক্ষিত প্রেম মন্দিরের-
বিদ্রোহী আর্তনাদ চোরাবালি
পাড়ে।
চোখের জলের স্থায়িত্বেত্ত
হাসতে পারি আমি।
যখন মনে পড়ে-অদ্ভুত সুন্দর
সেই বিকেলে,
তোমার অস্থির চোখে-
আমার নির্বাক চোখ ছুয়েঁছ
তুমি।
অশ্রুসিক্ত নেত্রে আমিত্ব-
হেসে উঠে অতীত অধ্যায় পড়ে,
চোখের জলে হাস্যরত আমাকে
নিয়ে-
বিজয়ী চিত্র আঁকো তুমি জীবনের
ঘরে।
আপন আস্তিত্বে, কী অসাধারণ
অভিনয়।
আমার সাথে কী জীবনের সাথে
জানিনা।
তবু তোমার অসাধারণতায়-
হৃদয় আজো মুগ্ধ হয়।
ভালোবাসার কবরে প্রদীপ জ্বেলে-
আলোকিত করেছি শ্মশান!
আপন খুনে সিঁথি রাঙ্গিয়ে-
ঘুচেছি নিয়তির বদনাম!
নিষ্টুর! নির্দয়! কোনো উপমায়-
তিলক পরাতে পারিনা তোমায়।
হৃদপিন্ডে আঁকা যে প্রিয়-
হাসোজ্জ্বল মুখ, চিরচাওয়ায়।
ঘৃণার উপত্যকা থেকে,
ফিরে এসেছি বার বার।
সেখানে প্রিয় স্মৃতিদের-
সমাধিস্থ করতে পারিনা।
এ অপরাগতা আমার-
শুধুই বেচেঁ থাকার ছলনা।
এ জীবন শুধু কেনো?
পরজীবনেও ভালোবাসবো তোমায়।
আজ নতজানু হই তবু একটি চাওয়ায়।
মুসাফির বেশে, হৃদয়ের গলিতে-
আর পা রেখোনা।
প্রিয় স্মৃতিদের কেড়ে নিতে-
কৃষ্ণপক্ষে আলো জ্বেলোনা।