অভিশপ্ত ৪জুন
আজ সেই ভয়াবহ দিন আমার পঙ্গুত্বের।
আজ সেই কাল রাত আমার দুঃসহ কষ্টের।
আজ প্রভাতেও ছিল -
আমার পৃথিবী জুড়ে শ্যামল ছায়া,
নিয়তির অকষ্মাৎ কালবৈশাখী
কেড়ে নিল বাঁচার সকল মায়া।
"তুমি কী আমার সেই মা? "
"মা কী সন্তানকে একা ফেলে যেতে পারে, মা? "
সব হারিয়েও ভাল ছিলেম মাগো
তুমি ছিলে বলে।
অসহ্য কষ্টই কী ছিলাম মাগো -
চলে গেলে আমায় ফেলে?
ভাষাহীনতায় ভাষার বেদন -
মাগো তুমি যদি জানতে!
কষ্ট -পাথরের চাপে
শ্বাসরুদ্ধতা তুুমি যদি দেখতে!
অবাধ্য অশ্রু মুছে দিচ্ছে
প্রিয় কলমের ভালবাসা,
কষ্টের শ্রাবণে জীবন ডায়রীর
শব্দেরা সব ঝাপসা।
কিছুই আজ লিখতে পারছিনা মা,
হার মেনেছে নিষ্ঠুর বাস্তবের কাছে -
আবেগের যতো কল্পনা।
একবার খোদার কাছে ছুটি নিয়ে দেখে যেও -
কেমন আছি আমি?
দেখবে, কতো বড় হয়েছে মেয়ে তোমার -
ছাড়িয়ে সব পাগলামি!
সবাই বলে মাগো, তুমি নাকি
খোদার আপন হয়েছো।
পার্থিব সম্পর্ক যতো -
সবি পর করেছো।
এ কী হয় বল মা?"
নাড় ছেড়া ধন কখনো কী পর হয় মা?"
যদি মাগো চিৎকার করে কাঁদতে পারতাম!
যদি সব তছনছ করে দিতে পারতাম!
কিছুই পারিনা মা। "
বিবেকের কঠিন শৃঙ্খলে -
বন্দী হয়েছি আমি!
তুমিহীনা দেখবে কে বলো মা,
আমার যতো ছেলেমী??
No comments:
Post a Comment