Monday, June 16, 2014

লজ্জা

                  লজ্জা


তোমাতে আমার সকল সম্মান
          তোমাতেই  অবক্ষয়।
তোমারি সম্মানে  পৃথিবী মসনদে
          আমার মুকট জয়।

পুরুষ  তুমি! আমার সুখের,
স্বপ্নের স্বর্গীয়  পুরষ্কার তুমি। 
স্বামী  তুমি! জীবনের, ধর্মের -
          জয়ী  চারণভূমি।

তোমার অত্যাচারে তাই -
আজ আমি লজ্জিত।
সমাজের চোখ জুড়ে
আমারি অসহায়ত্ব।

কথা দিয়েছিলে,  সকল বিজয়ে
         প্রমাণ করবে পুরুষত্ব।
আমার চোখে দেখছে পৃথিবী
        তোমার কাপুরুষত্ব!

এ লজ্জা আমার।
এ লজ্জা আমার বোনের।
এ লজ্জা আমার ভাইয়ের।
আধারের সিঁড়িতে -
 মুখ থুবড়ে  পড়ে, 
    লজ্জিত রূপ সমাজের!

তোমায় বলবো না হায়েনা,
       বলবো না অমানুষ,
বলবো শুধু নির্বোধ!
নিজের সুখের স্বর্গে -
ইন্দ্রের গলা টিপে, 
করেছো জীবনের শ্বাসরোধ।

তোমার জন্য লজ্জিত
আমার দেশের আইন আজ।
কোন সংবিধানে মুছবে
তুুমি আইনের এই লাজ?

আমি এসেছিলাম নিয়ে পণ -
          তোমায় সুখী করার।
তুমি আঘাতে আঘাতে লিখেছ
          জীবন নষ্ট ধারার।

যখন তুমি আমায় ভালবাসো,
       তখন আমি শ্রেষ্ঠ।
যখন তুমি অত্যাচারী,
      তখনি আমি নিকৃষ্ট।। 

No comments:

Post a Comment