মহান ভালবাসা
তোকে ঝড়ের কবলে পড়তে দিবো না বলেই
ভিজিয়েছি ছেড়া আঁচল।
মৃত্যুঘাত সয়ে সয়ে দেখবো তোর
হাসি ভরা প্রিয় আদল।
কলিজার ছাতায় দিলাম আশ্রয়,
স্নেহার্দ্র ভাতৃত্ব!
এক টুকরো স্নিগ্ধ হাসিতেই সর্বহারা হৃদয়
হবে পরিতৃপ্ত।
নির্বোধ বৃষ্টি ! ভিজিয়ে দিসনে আর।
ভিজাসনে মোর স্বরলিপি! কচি প্রাণ তার।
তোর ভাল থাকার সাদা কালো স্বপ্নে
বাঁচবে এই নিঃস্ব জীবন।
তোর প্রাণ বাঁচাতে কবরের হাতে
তুলে দিবো নিজ প্রাণ।
কোথা যে রাখি তোরে এই নির্মম বর্ষাতে!
কলিজার মোচড় অক্ষমতায়, চোখের জলেতে!
স্নেহডোর আজ পারেনা কেনো
প্রকৃতির সাথে লড়তে?
মর্মস্পর্শী চিৎকার পৌঁছে দেয়নি
সুখ পাখি, খোদার ঘরেতে?
সকলের প্রিয় এই বৃষ্টি রিমঝিম,
ময়ুর নাচে খুশিতে, কবি পায় কাব্যথিম।
আমাদের কথা ভাই কেউতো ভাবেনা।
আমাদের কান্নায় ভদ্র চোখে পলক নড়েনা।
মানুষ নামের মানুষগুলো হাইস এ বসে
মমতার ছবি তোলে।
কঁচি মুখটির জীবন বাঁচাতে আসেনা কেউ
মনুষত্বের ছাতা খুলে।
তবুও আমি তো আছি ভাই!
বিপদে স্থান পবি ভাঙ্গা কলিজায়।
স্নেহী ঋণ শোধ করবো মাতৃমমতায়!!
Nice Hoise
ReplyDeleteThanks
Deleteএ লজ্জা আমার।
ReplyDeleteএ লজ্জা আমার বোনের।
এ লজ্জা আমার ভাইয়ের।
আধারের সিঁড়িতে -
মুখ থুবড়ে পড়ে,
লজ্জিত রূপ সমাজের!