দমহীন প্রচ্ছদ
ঘৃণারা উল্লাসিত মশাল মিছিলে,
মুখ থুবড়ে পড়ে প্রিয় দরদ।
আঁধারের কুটির প্রহরী, সম্মোহিত নিশিডাকে।
নীল খামে হৃদয় যেনো দমহীন প্রচ্ছদ।
প্রিয় র্স্পশের রংধনু কল্পনা,
একেঁ চলেছে সযতনে কষ্ট আল্পনা।
বিবর্ন রংদানিতে স্বপ্নতুলি-
হেঁটে বেড়ায় সারাদিন,
দুঃখানলে প্রেম কুয়াশা প্রসূত-
শিশিরের অস্তিত্ব বিলীন।
স্বপ্ন-রচনা নিষিদ্ধ পথে একাকীত্বের চলাচল।
বুকের চরে কষ্ট আবাদ,
নিঃসঙ্গ জোছনার প্রেম চায় নীলাচল।
আকুল স্পন্দনের মাদকতায় প্রিয়ক্ষণ।
চৌকাঠ পেরোতে পারেনি,
সাধিতে সাত পাকের অগ্নিসাধন।
নিয়তির সিড়িতে স্বপ্নকবর রচিয়ে,
উপেক্ষিত প্রতিবিম্বে দাঁড়ায়।
ঝিঁঝিরা জানাযা পড়ে-
অনাকাঙ্খিত চন্দ্রগ্রহনে কষ্টের পাহাড়ায়।
অন্তহীন যাত্রায় প্রিয় সাথী শূন্যতার অহমিকা,
একাকীত্বের হাতে আত্মোহংকারী বিজয় পতাকা।
গোধুলী, বিবাগী সুর রচে জোছনার কথায়।
চন্দ্রিমা নেত্রের স্বপ্ন চুরির অপরাধে-
ফাঁসির আসামী তোমার কাঠগড়ায়।
অপয়া মায়া দৃষ্টিহীন ভালবাসার।
উপহারে জীবনের চোখে মৃত্যুর আঁধার।