চলো যাই
হংসমিথুনেরা আজ ও মেতেছে জলকেলীতে,
বলেছিলে এক রোদেলা দুপুরে,
সারাদিন কাটাবে রাজহংসীদের সাথে।
চলো, আজ আবার হারাবো সেই প্রিয় দ্বিপ্রহরেতে।
বলেছিলে, ঐ রেল লাইনের পাশের খেজুর গাছটায়,
আলো আঁধারি প্রভাতে যাবো দু’জনায়।
যাবে? চলো আজ যাই।
রস চুরির অপরাধে হাসবোনা তোমার কানধরায়।
পদ্মেরা ফুটেছে দেখো কতো, দিঘীর মাঝখানটায়,
পদ্ম তুলতে আমায় নিয়ে চলো,
কথা দিলাম আজ ভয় পাবোনা ভেলায়।
নাগরদোলায় যাবে?
বলেছিলে সেদিন ভয় কিসে?
আমি তো আছি পাশে,
চলো আজ সারাদিন মেতে রবো নাগরদোলায়,
দু’জন পাশাপাশি বসে।
জানো? সেই গামারি গাছটায়-
এখন অনেক প্রজাপতি!
তুমি প্রজাপতির রং চুরি করে-
আমায় রাঙ্গিয়ে দেবেনা?
এবড়ো থেবড়ো রঙ্গে সাজিয়ে-
রাজকুমারী বলবেনা?
খেলাছলে বলেছিলে,
র্সূযাস্ত দেখবো একদিন, নিয়ে তোমায়।
চলো, আজ র্সূযাস্ত-
তোমায় দেখাবো পরম মায়ায়।
বলেছিলে পুতুলের বিয়েতে,
আমায় বেশ মানায় লাল চুড়ি আর ফিতাতে,
চলো, আজ আবার পুতুলের বিয়ে দেবো,
তোমার রাঙ্গা খুশিতে।
না হয় চলো মহুয়াবনে,
হারাবো দু’জন মাতাল ঘ্রাণে।
বলেছিলে, কোনো এক চাঁদনী রাতে,
আমায় দেখবে চাঁদের সাথে।
চলো, আজ র্পূণিমা তিথিতে,
বকুলের অলংকারে সাজবো-
আমি জোছনার সাথে।
না হয় চলো যাই আকাশ বিহারে,
প্রণয়ের শুভ্র সিড়ি বেয়ে যাবো ইন্দ্ররাজ দ্বারে,
চিরমায়ায় তোমায় বাঁধিবো দৃষ্টিপাড়ে।
No comments:
Post a Comment