নিঃশেষ ছায়া
**************
**************
ঈমাণের প্রদীপে আত্মবিশ্বাসের শোলতে জ্বেলে
সারারাত উদীয়মান সূর্য্যের প্রহর গোণা।
বাতায়নে রাতের কান্না - পেঁচার চিৎকারে
ভালবাসার পর্দা টানা।
সারারাত উদীয়মান সূর্য্যের প্রহর গোণা।
বাতায়নে রাতের কান্না - পেঁচার চিৎকারে
ভালবাসার পর্দা টানা।
অন্ধের যষ্টিতে একান্ত গর্বে
ভুলে দুর্বোধ্য নিয়তির অভিধান।
অমূলক ভাবনায় ; মা হারা সন্তানের
আর্তনাদে বদলাবে বিধান!
ভুলে দুর্বোধ্য নিয়তির অভিধান।
অমূলক ভাবনায় ; মা হারা সন্তানের
আর্তনাদে বদলাবে বিধান!
আরশ কাঁপেনা অসহায় সন্তানের
হৃদয় ভাঙ্গার কম্পনে।
শোকাহত অগ্নুৎপাত বদলায়না
কৃষ্ণগহ্বরের আঁধার, রাত্রিময় জীবনে।
হৃদয় ভাঙ্গার কম্পনে।
শোকাহত অগ্নুৎপাত বদলায়না
কৃষ্ণগহ্বরের আঁধার, রাত্রিময় জীবনে।
শিশুর মতো নির্মল মুখখানা ছুঁয়ে
দু 'হাতে খুঁজি দুর্লভ প্রশ্বাস,
ভালবাসার জানাযায় বেহেশতি মুসাফির ;
অভিমানী -অহংকারী হাসি ঠোঁটের কোণে।
দু 'হাতে খুঁজি দুর্লভ প্রশ্বাস,
ভালবাসার জানাযায় বেহেশতি মুসাফির ;
অভিমানী -অহংকারী হাসি ঠোঁটের কোণে।
নিয়মের অজুহাতে ভালবাসাহীন পৃথ্বী
প্রশান্ত ছবিখানা ঢেকে দেয়।
বাঁধন ছিড়ে, পবিত্র চতুরঙ্গে হাতছানিতে
অতীতের দেশে প্রিয়জন চলে যায়।
প্রশান্ত ছবিখানা ঢেকে দেয়।
বাঁধন ছিড়ে, পবিত্র চতুরঙ্গে হাতছানিতে
অতীতের দেশে প্রিয়জন চলে যায়।
স্মৃতিরা লিখে শিয়রী প্রদীপে অবিশ্বাস।
নিঃশেষ ছায়া, মরুর দুনিয়ায়
রেখে যায় আক্ষেপী দীর্ঘশ্বাস।
নিঃশেষ ছায়া, মরুর দুনিয়ায়
রেখে যায় আক্ষেপী দীর্ঘশ্বাস।
হাঁটু মুড়ে আত্মবিশ্বাস নিয়তির পথে নুয়ে পড়ে।
মূহুর্তে অচেনা আশর ;
টেনে হিঁচড়ে দাঁড় করে দেয় এতিমের কাতারে।
মূহুর্তে অচেনা আশর ;
টেনে হিঁচড়ে দাঁড় করে দেয় এতিমের কাতারে।
NICE LIKHECHEN, tobe shobdogolo ki r ektu sohoj kora jetona???
ReplyDelete