"মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে দু'কলম লেখার লোভ সামলাতে পারলামনা।"
মহান মা তুমি
জেবুন্নেসা সিমী
আমি শুনেছি বিশ্বের মহৎ অযুত কথা,
দেখেছি স্বচক্ষে মহান যে জন শ্রেষ্ঠত্ব মানবতা।
সকল মহানুভবতার শীর্ষে যে মন
দুঃখীনীদের মা জননী, সর্বহারার বাঁচার স্বপন।
বাংলার সোনালি সুর হাসবে তোমার নামে,
মানচিত্রে যতোকাল দেশ থাকবে।
তোমার স্নিগ্ধ মুখের নির্মল হাসি শ্যামলীমায়
সবুজের মহানুভবতার কথা বলবে।
সকল বীরাঙ্গনার পিতা হওয়ার
মহত্ব রাখেন যে পিতা
সে জনকের যোগ্য কন্যার সম্মান
তোমার, দৃষ্টান্তে মানবতা।
নোবেল বা বিশ্বজয়ের সম্মান বিশ্ব দিক না দিক,
মহত্বে তুমি আমার বিশ্বজয়ী মুকুট বাংলার।
দশ লক্ষ প্রাণে জীবন দেয়ার কথা
আছে ইতিহাসে কার?
পতাকার সম্মান রক্ষার দীপ্ত সূর্য তুমি বাংলার।
মমতাময়ী মা আমার,
শতবর্ষ আজ ইতিহাস হতে চায়
চরণচুমে তোমার।
মায়ের মতন বুক পেতে নিয়েছো
দশ লক্ষ নির্যাতিত সন্তান,
তোমার মনুষ্যত্বে বাঁচে আজ
আমার জনকের সম্মান।
যতোকাল পতাকা উড়ে বলবে
বিজয়ের কথা,
বিশ্বে চির অম্লান রবে
তোমার মহানুভবতা।
[শুভ জন্মদিন প্রিয় নেত্রী। আপনার সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনায় আমার এ ছোট উপহার।]