রহস্যপ্রিয় বৃষ্টি
চাঁদ ধুয়ে আবৃত্তি করে মোহময়ী জোছনার!
মন্ত্রমুগ্ধ তড়িৎ
মোহ -মেঘের লাজ ভাঙ্গনের শব্দে চমকে দেয় অলিন্দঘর।
সম্মোহনী সমুদ্র শশির হাত ধরে
নেশা ছড়ায় ফোয়ারার মদিরায়।
অস্থির জলরাশি ছুঁয়ে পবন
আপন সত্ত্বা গড়ে তিথির চন্দ্রিমায়।
খোপায় বেলী পড়ে মোহিনী রাত ;
প্রেমালাপে লাইটপোস্টের স্বপ্নীল আহবান।
গন্ধরাজের মাতাল ঘ্রাণে মিশে
ষ্টির নিরলস ডাংগুলিতে মুখর পিচঢালা প্রাণ।
কামিনি জাগে নাগপ্রেম দর্শনে মোহের শিশিরে,
হাসনা -হেনা রচে প্রস্ফুটিত প্রেম আবেগের শরীরে।
পদ্মকলি বুকের জলে ভালবাসা তোলে রুপোর কৌটায়,
দিঘীপ্রেম বাঁধভাঙ্গা উচ্ছাসে পদ্মকথা ভিজিয়ে যায়।
চঞ্চল প্রকৃতি ছুৃঁয়ে উচ্ছল স্বপ্নে নেশাতুর বরষণ,
পরিচিত চারুতে মানবীপ্রেম করে আমন্ত্রণ।
পুরুষালী ঘ্রাণে উম্মাদ হয় শিহরিত বর্ষা
মেঘের চিরকুট খুলে,
প্রথম স্পর্শ মনোহর শিল্প আঁকে শরীরের ভাঁজে
অপরিচিত দন্ধ ভুলে।
স্পর্শের অস্থিরতায় সিঁদুরের রঙ্গে
লাজে রাঙ্গে নন্দিনী,
মানষ প্রেমে বিধুর লগন
উৎসর্গ করে মায়াবিনী।
বৃষ্টির চুমুতে ভেজে শিহরণ ; প্রেমান্ধ জোছনার।
কবিতার উষ্ণ ঠোঁটে আঁকে শব্দেরা সন্ধি ;সজীব উপমার।
চঞ্চল প্রকৃতি ছুৃঁয়ে উচ্ছল স্বপ্নে নেশাতুর বরষণ,
ReplyDeleteপরিচিত চারুতে মানবীপ্রেম করে আমন্ত্রণ।
নাইস
ReplyDelete