Saturday, July 11, 2015

              নীলিমার শাপ

এমন করে চলে গেলি?
জানতাম তো যাবি!
কিন্তু এতই তড়িঘড়ি?
যারে এতো ভালবাসি
সে মনের ঘর ছেড়ে পালাবে!
বল কি করে ভাবি?

তোর কিছু নেই দোষ
এ আমার শাপ!
তবু ভুল যদি মোর কিছু হয়
করে দিস মাফ।

রং ছড়ালি নিজের মতন
তাইতো আজ মুছে দিলি সব।
আমার যা ছিলো ভালবাসায়
তোর ভাললাগায় করে নিলি শব।

ভালো করেছিস চলে গিয়েছিস
পুরোনো ফেকচারে আমার,
ক্ষণে ক্ষণে বাম লাগাতে
হবেনা যে তোকে আর।

দায়ী তো তুই নারে
খোদা স্বয়ং করেন আমার টেইক কেয়ার,
তাইতো ভালবাসতে আমায়
কাউকেই দেননা তিনি বেশি আর।

ফুরালে তোর রঙ্গ মেলা,
একবার আসিস কিন্তু কানামাছি খেলায়।
হারিয়ে যাবার  শোধ নেবো
সুরেলা সেই জোছনার কবিতায়।

এ কোন কবিতা নয়
নয়  বুদ্ধিদীপ্ত শব্দখেলা।
এ তো শুধু তোর -আমার
মিতালী যাপিত  স্মৃতির ভেলা।


5 comments:

  1. এ কোন কবিতা নয়
    নয় কোন বুদ্ধিদীপ্ত শব্দখেলা
    এ তো তোর আমার ভালবাসার-
    রক্তাক্ত গাঁথামালা _______®

    ReplyDelete