স্পর্শ
///////////////////
///////////////////
অসময়ে বসন্ত
প্রাণ ছুঁয়ে দিয়েছে!
নেশাতুর দৃষ্টিতে
যখনি চাঁদের চোখ পড়েছে!
প্রাণ ছুঁয়ে দিয়েছে!
নেশাতুর দৃষ্টিতে
যখনি চাঁদের চোখ পড়েছে!
সাঁঝের কানে বলে চাঁদ
চকোরীর কথা।
লাজেরা লগ্নভ্রষ্টা হয়ে
শুনে জোছনার কবিতা।
চকোরীর কথা।
লাজেরা লগ্নভ্রষ্টা হয়ে
শুনে জোছনার কবিতা।
ইন্দ্রের সিঁদুর -
ছুঁয়ে দেয় জোছনা!
সারি সারি পাহাড়ে
নীলাভ প্রেম দেয় চন্দ্রিমা।
ছুঁয়ে দেয় জোছনা!
সারি সারি পাহাড়ে
নীলাভ প্রেম দেয় চন্দ্রিমা।
আঙ্গুলের সখ্যতায় অকষ্মাৎ
অগ্নুৎপাত ঘটায় অনুভবেরা!
হৃদপিন্ডের শিখরে শিখরে -
পুলকিত লাভায়,
সুখস্নান করে রোমাঞ্চিত স্পন্দনেরা!
অগ্নুৎপাত ঘটায় অনুভবেরা!
হৃদপিন্ডের শিখরে শিখরে -
পুলকিত লাভায়,
সুখস্নান করে রোমাঞ্চিত স্পন্দনেরা!
চপলা স্রোতস্বিনী বুকে নিয়েছে
প্রতিবিম্ব চাঁদের !
সমীর দিয়েছে আলাপন -
স্রোতস্বিনী প্রেমের।
প্রতিবিম্ব চাঁদের !
সমীর দিয়েছে আলাপন -
স্রোতস্বিনী প্রেমের।
দ্বীপ ছুঁয়ে যায় স্রোতস্বিনী
অজানা অভিসারে!
সবুজ -পল্লব সুখচিঠি লিখে
প্রবাল -অন্তঃপুরে।
অজানা অভিসারে!
সবুজ -পল্লব সুখচিঠি লিখে
প্রবাল -অন্তঃপুরে।
আকাশ মন -ভেজানোর কামনা
বলে সমুদ্রের কানে!
সমুদ্র দেয় পবনের -ডাকে ভেজা বার্তা,
প্রিয় স্পর্শের টানে।।
(১৯/৯/২০১৪)
বলে সমুদ্রের কানে!
সমুদ্র দেয় পবনের -ডাকে ভেজা বার্তা,
প্রিয় স্পর্শের টানে।।
(১৯/৯/২০১৪)
No comments:
Post a Comment