Thursday, January 15, 2015

নিঃশেষ ছায়া



নিঃশেষ ছায়া
**************
ঈমাণের প্রদীপে আত্মবিশ্বাসের শোলতে জ্বেলে
সারারাত উদীয়মান সূর্য্যের প্রহর গোণা।
বাতায়নে রাতের কান্না - পেঁচার চিৎকারে
ভালবাসার পর্দা টানা
অন্ধের যষ্টিতে একান্ত গর্বে
ভুলে দুর্বোধ্য নিয়তির অভিধান।
অমূলক ভাবনায় ; মা হারা সন্তানের
আর্তনাদে বদলাবে বিধান!
আরশ কাঁপেনা অসহায় সন্তানের
হৃদয় ভাঙ্গার কম্পনে।
শোকাহত অগ্নুৎপাত বদলায়না
কৃষ্ণগহ্বরের আঁধার, রাত্রিময় জীবনে।
শিশুর মতো নির্মল মুখখানা ছুঁয়ে
দু 'হাতে খুঁজি দুর্লভ প্রশ্বাস,
ভালবাসার জানাযায় বেহেশতি মুসাফির ;
অভিমানী -অহংকারী হাসি ঠোঁটের কোণে
নিয়মের অজুহাতে ভালবাসাহীন পৃথ্বী
প্রশান্ত ছবিখানা ঢেকে দেয়।
বাঁধন ছিড়ে, পবিত্র চতুরঙ্গে হাতছানিতে
অতীতের দেশে প্রিয়জন চলে যায়।
স্মৃতিরা লিখে শিয়রী প্রদীপে অবিশ্বাস।
নিঃশেষ ছায়া, মরুর দুনিয়ায়
রেখে যায় আক্ষেপী দীর্ঘশ্বাস
হাঁটু মুড়ে আত্মবিশ্বাস নিয়তির পথে নুয়ে পড়ে।
মূহুর্তে অচেনা আশর ;
টেনে হিঁচড়ে দাঁড় করে দেয় এতিমের কাতারে

কলমের মৃত্যু

কলমের মৃত্যু
#################

নীলকণ্ঠির ডানা ঝাপটানো
নিঃশ্বাসে গগনময় বিষাক্ত নীল,
রাত্রির চাঁদর গায়ে দিন চলে
কষ্টের অলিগলি বেয়ে।
সময়ের বাজারে
চড়া দামে সুখের প্যাকেট,
খালি হাতে যাযাবর নতুন গন্তব্যে।

পানসে কষ্টগুলো
নেশা ধরায়না আফিমের মতো।
কলিজা পঁচা দুর্গন্ধে
অক্সিজেন পৌঁছেনা ফুসফুসে।

নীলের কবরে
কালো শোকে বাগানময় নির্জনতা।
মরচে ধরা কলম পরে থাকে
চোখের বৃষ্টিতে ঝাপসা ডায়রীর উপর।

কষ্টের হৈ হুল্লোড়ে
কলমের তাল নেই বুলেটের মতো।
অসময়ী বার্ধক্য
গ্রাস করে কালির গতি।

মুখোশী মায়ায়
মাকড়শা জড়িয়ে নেয় কলমের দেহ।
কাকের কৌতুহলে
বিধ্বস্ত ডায়রীর মায়া ছেড়ে যায় কলম।

কাকের ঠোঁটে
মরিয়া হয়ে উঠে মরচে খোলস।
শহরের আবর্জনাস্তুপ
বুকে টেনে নেয় কালের ধ্বংসাবশেষ।