Tuesday, November 4, 2014

অলকানন্দা কুসুমে আকাশ স্বপ্ন

অলকানন্দা কুসুমে আকাশ স্বপ্ন
★★★★★★★★★★★

আকাশের চোখে স্বপ্ন আঁকতে
রংদানি ঢেলে উজার।
বেলাশেষে নীলের প্রতিবিম্বে সাজানো
 শুধু শূণ্যতার একরাশ হাহাকার।

অলকানন্দার অলীক স্বপ্নে বিভোর 
 হাসি দীপান্বিতার মাতমে,
ভালবাসার পাণ্ডলিপি পুড়ছে
দীপে গজে উঠা সন্দেহের
 লাল নীল শিখার আর্তনাদে।

রংধনু রঙ্গে সাজবে বলে - বিশ্বাসের বৃষ্টিতে
 ধুয়েছে আপন রং যে মুসাফির,
সূর্যাস্ত তারে আত্ম অহমিকায়
 আঁধার দেখাতে অস্থির।

শব্দের আর্তিতে মেখেছিলেম প্রজাপতি রং
প্রথম অপরাজিতার বুকে, 
ঝরে গেছে সে শব্দের ইতি করে
কষ্টের জ্বালাময়ী শোকে।

আকাশের বুকে পৃথিবী গড়তে
বলি  দিয়েছি আত্মসম্মানের দেবী।
মুসাফিরের ঝোলায় তাই আর
হৃদয় -মন নাই,
আছে মহাবিশ্ব -লুঠেরা
এক আকাশের নীল ছবি। 






Sunday, November 2, 2014

অনাস্বিত সম্পাদ্য

অনাস্বিত সম্পাদ্য

এখনো পূবের জানালা গলে
প্রথম  সূর্য্য ছোঁয়া দেয় ঘুমন্ত কপালে।

এখনো রেলিং ছুঁয়ে তোমার স্পর্শ পাই,
চমকে উঠে উদ্ভাসিত মুখে
চোখ রাখি স্মৃতির জানালায়।

এখনো জামে মসজিদের পাশ ঘেষে
সি এন জি গুলোর হর্ণের কোলাহল,
ভিড় উপেক্ষা করে খুঁজে বেড়ায় দু 'চোখ
নেশাতুর চোখে আহ্বান ছল।

এখনো পলওয়েল পার্কের অবাধ্য পবনে
চমকে উঠি, কাঙ্খিত স্পর্শ খুঁজি।
খেয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে
মোহভ্রমী ভালবাসার অস্তিত্ব বুঝি।

এখনো শিশু পার্কের সামনে
 অপেক্ষায় দাঁড়িয়ে তুমি।
ভ্রমের দৃষ্টিতে পলক ফেলে
নিজেরে চিনি আমি!

এখনো দোয়েল চত্বরের পাশে
সেই ঝুপড়ি মত চায়ের দোকানের পাশে থমকে যাই।
ইচ্ছে করে, ওপাশে বেঞ্চে মাথা নিচু করা
স্মৃতির সুখ আমার ;দেখি তোমায় !

এখনো কলেজের পাশ দিয়ে যাবার সময়,
তোমার দুষ্টু চঞ্চলতা আমায় করে বিচলিত।
অনাস্বিত সম্পাদ্যে দাঁড়িয়ে
দৈবাৎ দেবদারু হয় দুর্বিনীত।

এখনো কলেজ ক্যান্টিনের কোণার টেবিলে
লেগে আছে তোমার রক্তের দাগ,
না! আর ভাবতে পারিনা।
ভালবাসার স্মারকীতে স্বাক্ষরিত উম্মাদ।

চোখ খুলতে পারিনা।
বিশ্বময় স্মৃতির স্পর্শ ;
কষ্টের জলপ্রপাতে ভাসিয়ে নিয়ে যায়।

দু 'হাতে চোখ চেপে ধরি।
স্মৃতির শবেদের সময়ের কাফন পরিয়ে,
অনুভূতিদের অন্ধ করার বৃথা চেষ্টা করি।

তোমার হাজার হাজার হাসোজ্জ্বল মুখচ্ছবি
আমার পথরোধ করে দাঁড়ায়।
হাতধরে নিয়ে যায় স্মৃতির কবরে।
নোনাজলে ডুবতে ডুবতে দমবন্ধ হয়ে আসে।

না! এভাবে বাঁচতে পারিনা।
এ কৃষ্ণগহ্বরে জীবনের ঘ্রাণ পাইনা।

আবার এসে দাঁড়াও পূবের জানালায়,
প্রথম সূর্য্যের সাথে।
আবার হাতে হাত রাখো
 চলবো রোদেলা পথে।।