Friday, August 15, 2014

ভালবাসার অপরাধে

            ভালবাসার অপরাধে

কিশোরীর কবর থেকে যে লাশ
  আমার কাঁধে তুলে দিযেছ,
তারে বইতে বইতে ক্লান্ত আমি।
আর কত দূর?  
আর কত যুগ? 
এমনি করে বইবো 
 নিষ্প্রাণ  কফিন আমি?

মরুপাহাড়ে রক্তাক্ত  পদচিহ্ন দেখে ;
কতটা আনন্দিত হয়
তোমার পাষাণ  হৃদয়?
ভাঙ্গা কাঁচের উপর পা ফেলে চলা -
তোমার হিংস্র সুখের চেতনায়!

উম্মাদ! উম্মাদ আমি তোমার উম্মাদনায়!
তাইতো প্রতিদিন ইচ্ছের কবর রচি
   ভালবাসার মরীচিকায়।

ভালবাসার অপরাধে -
ডানাকাটা পাখির মতো দেই আত্মহুতি।
খুনের অপরাধে -
কালোরাত্রিতে ঢাকিবে কী তোমায় নিশুতি?

নির্ঘুম আঁখিতে কষ্ট এসিডে ;
অন্ধ হয়ে দাঁড়াই জীবনের চৌরাস্তায়।
অপারগ ঊষা ব্যর্থ হয়ে
রাত্রির গল্প পড়ে মেঘের ছায়ায়।

শূণ্যতার সান্নিধ্যে ;
 অন্তহীন যাত্রা ক্লান্ত পায়ে!
এলোমেলো ছাপে কষ্টশিল্প
     বালুকা বেলার গায়ে!

কেঁদে  চলেছে করুণ বেহাগ
হৃদয়  ভাঙ্গার মর্মস্পর্শী সুরে,
কিশোরী লাশ অপ্রাপ্তির মিছিলে
জীবনের মশাল জ্বালে শতাব্দী জুড়ে।

বিবাগী  কষ্টের অঙ্গুলি ছাপে
আকাশময় নিকষকালো মেঘ!
শুকনো মালায় ভালোবাসার কবরে
প্রচ্ছদ লিখে কিশোরীর নিষ্প্রাণ আবেগ।

প্রতিটি আঘাত সুঁচ হয়ে -
    যতনে লিখে তোমার নাম!
প্রতারণার ইতিহাস কালের দেয়ালিকায় -
       লিখে ভালবাসার বদনাম! 

1 comment:

  1. ভালবাসার অপরাধে -
    ডানাকাটা পাখির মতো দেই আত্মহুতি।
    খুনের অপরাধে -
    কালোরাত্রিতে ঢাকিবে কী তোমায় নিশুতি?

    ReplyDelete