অমরত্বে শহীদ
রঞ্জিত রাজপথ ফেব্রুয়ারীর স্মৃতির কৌটায়,
ধুলিসাৎ করে শত্রু র্সৌয্য স্নিগ্ধ বাংলায়।
নিমীলিত আঁখিতে নয়, আমরা সোচ্চার আঘাতে।
র্বগীরা জেনেছে, প্রয়োজন কত কঠোর শান্ত স্নিগ্ধতাতে।
রক্তের পিচ্ছিল পথ বেয়ে স্বীকৃত বাংলায়,
বরকতেরা বেঁচে রবে অক্ষত বর্ণমালায়।
ভুলি নাই বরতক, সালাম, রফিক, জব্বার-
আত্মদানে দিয়ে গেছ বিজয়ানন্দ সম্ভার।
বঙ্গলিপির ভিক্ষুজনে সেধেছ যে র্নিদশনে,
বিশ্ব তারি গান গায় তোমার প্রাণের স্পন্দনে।
জ্ঞানী গুণীর লিখালিখির পরম স্নেহে,
তোমায় নিয়ে আজ ভাবের ফুলসোঁতা বহে।
র্নিভীক প্রেমের সুর-বাংলা তোমার হাসিতে,
হাসবে তুমি শহীদ স্মৃতির অমরত্বে।
শ্যামল স্নিগ্ধ সবুজ পথে, হাজার কথার গোলাপ ফুটে।
অযুত র্বণের র্মুছনায় শিশুর মুখে শব্দ উঠে।
যতোকাল মাঝি গাইবে মরমিয়া গান-
প্রতি অন্তরে শহীদ স্মৃতি থাকিবে অম্লান।
যতোকাল র্সূযোদয়, র্সূযাস্ত আর হৃদস্পন্দন থাকবে বাংলায়-
ততোকাল বাংলা বলবে ‘শহীদ সালাম তোমায়’।