বিশ্ব ভাতৃত্বে মিনতি
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
নিষ্পাপ শিশুর রক্তবানে সিক্ত গাজার মাটি!
বিশ্ব ভাতৃত্ব চোখ খুলো, দাও সুদৃষ্টি।
মরমে মরমে বিষ গুলিয়ে দিচ্ছে
জাহান্নামের গরম সীসা!
বিভৎস নারকীয়তা খুন করছে
মায়ের স্বপ্ন, পিতার আশা।
ক্ষোভের অনলে পুড়ে
ছাই হয়ে উড়ছে ঐক্য নিয়ম নীতি।
আকাশে -জমিনে ভাসছে মনুষত্বের লাশ,
কচি আত্মা হননের চিৎকারে
ক্রুদ্ধ দিবারাতি।
বিবেকের বিভৎস লাশের
ভেসে বেড়ানো বিলাপ!
কালো ইতিহাসের পাতায় লিখছে
যুগের স্মারকী বিঘোর খা 'ব!
অসহায় শিশুর কলিজার উপর
প্রেত নৃত্যে ক্ষমতা সাধন!
নরম হাতের রক্তাভ মুষ্টিতে
মহাকালের নিপীড়ন!
পিপাসু মাটি শুঁষে নিচ্ছে
রক্ত - কলঙ্ক কালের।
জুলুমের স্রোতে বিপন্ন মানবতা
কালজয়ী মূর্তি গড়ছে শিশু হননের।
অমানুষের পদতলে অসহায়
মনুষত্বের বিলুপ্তি!
মুখ থুবড়ে পড়েছে ভাতৃত্ব নামী
বিশ্ব মোড়লের দিব্যদৃষ্টি!
না হয় সভ্যতার মুখোশে জ্বালো আগুন!
যেখানে সভ্যতা খুন পিয়াসী
নরপশুর হিংস্র জুলুম।